default-image

চট্টগ্রামে করোনায় আরও তিনজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সর্বশেষ গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই সময়ে নতুন করে ২৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত সোমবার ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। সংক্রমণের হার ১৬ শতাংশের বেশি। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২২৩ ও উপজেলার ৫৫ জন।

বিজ্ঞাপন

এ সময় চট্টগ্রাম চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। তাঁরা শহরের বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪৮০ জন। এর মধ্যে ৩৫৮ জন শহরের। বাকি রোগীরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৩৯ জন। তার মধ্যে শহরের ৩৮ হাজার ৬৪৭ জন এবং উপজেলার ৯ হাজার ৪৯২ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয় মারা যান।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন