চট্টগ্রামে করোনা শনাক্ত ১৪.৫২%
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত প্রায় ১৪ দশমিক ৫২ শতাংশ। একই সময়ে চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।
আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৬৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৩ জন।
আগের দিন চট্টগ্রামে ২৬০ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল প্রায় ১০ দশমিক ২৬ শতাংশ।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ১ হাজার ৩৩৫ জন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় সংক্রমিত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
দেশে করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। প্রতিদিন আক্রান্ত ব্যক্তি ও শনাক্তের হার আগের দিনের চেয়ে বেশি হতে দেখা যাচ্ছে। সংক্রমণের এ ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হাসপাতালে রোগী কম ভর্তি হচ্ছেন।
দেশে করোনাভাইরাসের জিন বিশ্লেষণের পর্যাপ্ত তথ্য না থাকলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি অবনতির পেছনে আছে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন।
প্রতিবেশী দেশ ভারতে অতি দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ইউরোপেও। সেই তুলনায় বাংলাদেশে সংক্রমণ পরিস্থিতি এখনো ততটা খারাপ নয়।
তবে দুই দিন আগে ঢাকা ও রাঙামাটি জেলার সংক্রমণ পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলেছিল স্বাস্থ্য অধিদপ্তর।