করোনাভাইরাস
ফাইল ছবি

চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তির সংখ্যা একটু বেড়েছে। আজ শুক্রবার ১৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এক মাসেরও বেশি সময় পর এক দিনে এত শনাক্ত হলো বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

আজ সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নগরের এবং ৫ জন উপজেলা এলাকার। সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত তিন দিনে শনাক্ত একটু বেশি পাওয়া যাচ্ছে। আগের দুদিন বুধ ও বৃহস্পতিবার যথাক্রমে ১৫ ও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১ দশমিক ৩৫।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৩৩। এর মধ্যে নগর এলাকায় ৭৪ হাজার ২৬৩ এবং উপজেলায় ২৮ হাজার ৩৭৯ জন। মোট মারা গেছেন ১ হাজার ৩৩২ জন। সর্বশেষ ১৪ ডিসেম্বর এক ব্যক্তি মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।