চট্টগ্রামে স্কুলের বাইরে শিক্ষার্থীদের টিকাদান শুরু

সকাল থেকে রীমা কমিউনিটি সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় বাড়তে থাকে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামে স্কুলের বাইরে কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার সকাল নয়টা থেকে নগরের তিনটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়েছে।

টিকা দেওয়া হচ্ছে আসকার দিঘিরপাড়ের রীমা কমিউনিটি সেন্টার, সিরাজদৌলা সড়কের হল সেভেন ইলেভেন ও আগ্রাবাদের আবদুল্লাহ কমিউনিটি সেন্টারে।

রীমা কমিউনিটি সেন্টারে নগরের সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও হালিশহর গরিবে নেওয়াজ স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা নিচ্ছে। ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

সকাল থেকে রীমা কমিউনিটি সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। টিকা ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের টিকা নিতে দেখা যায়।

সরাইপাড়া বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন বলে, ‘টিকা নিতে এসেছি। এত দিন অপেক্ষায় ছিলাম, কখন টিকা নেব। আজ সেই আশা পূরণ হচ্ছে।’

নগরের রীমা কমিউনিটি সেন্টারে টিকা নেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

জান্নাত নামের এক ছাত্রী বলে, ‘টিকা দিয়ে নিজেকে সুরক্ষিত মনে হচ্ছে। এত দিন বড়রা টিকা নিয়েছেন। এখন আমরাও নিলাম। এর পর থেকে স্কুল কিংবা বাইরে যেতে ভয় করবে না।’

সন্তানদের টিকা দিতে পেরে অভিভাবকেরাও সন্তুষ্টি প্রকাশ করেন। সাইফুর রহমান নামের এক অভিভাবক বলেন, ‘এখন নতুন করে অমিক্রনের সংক্রমণ শুরু হয়েছে। তাই ছেলেকে টিকা দিতে পেরে ভালো লাগছে।’

রীমা কমিউনিটি সেন্টারে আজ প্রথম দিন সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার এই কর্মসূচি চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

হল সেভেন ইলেভেনেও সকাল থেকে টিকাদান শুরু হয়েছে। সেখানে প্রথম দিন ৬ হাজারের বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা রয়েছে। সেভেন ইলেভেনের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নূর আলী প্রথম আলোকে বলেন, সকাল থেকে টিকাদান চলছে। ১০টি স্কুলের শিক্ষার্থীদের আজ টিকা দেওয়া হচ্ছে।