default-image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ৪৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় করোনা সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, এ নিয়ে চট্টগ্রামে মোট ৪২ হাজার ৩০১ জন করোনায় সংক্রমিত হলেন। আর মারা গেছে মোট ৩৯৬ জন।

বিজ্ঞাপন

সবশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৯৪ জনের পজিটিভ আসে। সংক্রমণের হার ২০ শতাংশ। বিদেশগামীদের পরীক্ষা বাদ দিলে সংক্রমণের হার ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন শহরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলার বাসিন্দা ৫৫ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন