default-image

জাতীয় সংসদের ছয়জন সদস্যের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত সংসদের বিশেষ অধিবেশনকে (আজ রোববার শুরু) সামনে রেখে সাংসদদের কোভিড-১৯ পরীক্ষা করা হয় গতকাল শুক্রবার। আজ শনিবার পরীক্ষার ফল জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনা শনাক্ত হওয়া সাংসদেরা হলেন নাটোর-২ আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের শহিদুজ্জামান সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী ও বাগেরহাট–৩ আসনের বেগম হাবিবুন নাহার এবং সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন ও তাহমিনা বেগম।

এঁদের মধ্যে শহীদুজ্জামান সরকার দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন। গত মে মাসে তিনি প্রথমবার আক্রান্ত হয়েছিলেন। সাংসদদের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হন। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে অধিবেশনে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এর অংশ হিসেবে সাংসদ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকদের কোভিড-১৯ পরীক্ষা করেছে সংসদ সচিবালয়। আক্রান্ত ব্যক্তিরা আগামীকাল রোববার থেকে শুরু হওয়া অধিবেশনে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0