টিকার জন্য ভোর থেকে অপেক্ষা, অনেকেই ফিরছেন বিমুখ হয়ে

চট্টগ্রাম নগরের বিভিন্ন কেন্দ্রে টিকাপ্রত্যাশীদের ভিড়
ছবি: সৌরভ দাশ

করোনার টিকার জন্য আজ বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন কেন্দ্রে মানুষ সারি ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেন। কিন্তু মজুত শেষ হওয়ায় আজ নগরের প্রায় সব কেন্দ্রেই মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। আর মডার্নার টিকার দ্বিতীয় ডোজও কার্যত বন্ধ। তবে সীমিত পরিসরে কোনো কোনো কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে ‘টিকা শেষ’ শুনে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফিরে যাচ্ছেন।

আজ সকাল ছয়টার আগে থেকে নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল কেন্দ্রে টিকার জন্য সারি ধরে দাঁড়ান অনেক নারী-পুরুষ। সকাল আটটায় সারিটি চলে যায় নগরের আন্দরকিল্লা মোড় পর্যন্ত। কিন্তু নয়টার দিকে কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত টিকা না থাকায় আজ টিকাদান বন্ধ থাকবে।

অবশ্য গতকাল বুধবার রাত সাড়ে ১২টায় হাসপাতালটির তত্ত্বাবধায়ক সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি তাঁদের অফিশিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার থেকে জেনারেল হাসপাতালে মডার্নার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছিলেন।

নগরের সদরঘাট সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল কেন্দ্রেও আজ ভোর থেকে সারি ধরে দাঁড়ান টিকাপ্রত্যাশী নারী-পুরুষ। এখানেও মডার্নার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ রয়েছে। এ কারণে মানুষ ফিরে যাচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে নগরের সব কটি কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

সদরঘাট সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল কেন্দ্র থেকে টিকা না পেয়ে ফিরে যাওয়া আবদুস সালাম বলেন, ‘টিকা নেই, সেটা আগে থেকে বলে দিলে সকাল সকাল এসে লাইনে দাঁড়াতাম না।’

জানতে চাইলে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, মডার্নার টিকার প্রথম ডোজ প্রদান প্রায় সব কটি কেন্দ্রে বন্ধ রয়েছে। টিকা নেই। যাদের মডার্নার সামান্য টিকা রয়েছে, তারা স্বল্প পরিসরে দেবে। তবে অ্যাস্ট্রেজেনাকার দ্বিতীয় ডোজ চলছে। দু-এক দিনের মধ্যে মডার্নার টিকা চলে আসবে। তখন নতুন করে দ্বিতীয় ডোজ চালু করা হবে। আর উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকাদান চলছে বলে তিনি জানান।

নগরে টিকাদানকেন্দ্র রয়েছে ১১টি। এর মধ্যে আজ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে মডার্নার কিছু টিকা দিতে দেখা যায়।

হাসপাতালটির সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘গতকাল ফেরত গেছে, এ রকম কিছু ব্যক্তিকে সামান্য টিকা দেওয়া হচ্ছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে শনিবার থেকে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু করব।’