নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে চারজনের মৃত্যু

করোনায় মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যার সরকারি করোনা হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকার দুজন এবং সদর উপজেলা ও বন্দরে একজন করে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ চিকিৎসকসহ মোট ২৮৭ জনের মৃত্যু হলো। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪২ জনের নমুনা পরীক্ষা করে ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ১৯ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৪৪২। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৭৯ জন। এ পর্যন্ত জেলায় মোট ১ লাখ ৪৬ হাজার ৫৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

খানপুর ৩০০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার প্রথম আলোকে জানান, বর্তমানে হাসপাতালে আইসিইউতে ১০ করোনা রোগী ভর্তি আছেন। এ ছাড়া হাসপাতালের সাধারণ শয্যায় ৯০ করোনা রোগী চিকিৎসাধীন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, সংক্রমণ পরিস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করেছে। সবাইকে টিকা নিতে হবে এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত তিন রোগীর মধ্যে দুজন ছিলেন নারায়ণগঞ্জের বাসিন্দা। একই বছরের ৭ এপ্রিল করোনা সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছিল আইইডিসিআর।