default-image

ফরিদপুরে জ্বর ও কাশির মতো করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান।
ওই বৃদ্ধের নাম মজিবর মাতুব্বর (৬৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে মজিবর জ্বর ও কাশিসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। শুক্রবার তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
এই খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই বৃদ্ধ করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা জানতে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য পড়ুন 0