বরিশাল বিভাগে করোনা শনাক্ত রোগী ৪০ হাজার ছাড়াল

করোনায় মৃত্যু
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়াল। এদিকে গত এক দিনে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজনই বরগুনা জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে পিরোজপুরে দুজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৫৭৬ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জন নিয়ে হাসপাতালে মোট ৮৮৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষার হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ৮৮। এর আগের দিন বিভাগে ১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৪ দশমিক ২৮। বিভাগে গত ছয় দিন ধরেই শনাক্ত হার নিম্নমুখী। তবে মৃত্যুহারের ঊর্ধ্বগতি অব্যাহত আছে।

নতুন শনাক্ত হওয়া ৩৭৭ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১২৬ জন, পটুয়াখালীতে ৫৮ জন, ভোলায় ১১৮ জন, পিরোজপুরে ৩২ জন, বরগুনায় ২৭ জন ও ঝালকাঠিতে ১৬ জন আছেন। এ নিয়ে বিভাগে মোট ৪০ হাজার ১১৯ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ১৬ হাজার ৪৪৯ জন বরিশাল জেলার বাসিন্দা।

এ ছাড়া পটুয়াখালীতে ৫ হাজার ৪৯৩ জন, ভোলায় ৫ হাজার ৪২৭ জন, পিরোজপুরে ৪ হাজার ৯২৬ জন, বরগুনায় ৩ হাজার ৪৪৩ জন ও ঝালকাঠিতে ৪ হাজার ৩৮১ জন শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ছয় দিন ধরে বিভাগে সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কি না, সেটা নিশ্চিত হতে আরও বেশ কয়েক দিন অপেক্ষা করতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে নমুনার পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে বিবেচনা করা হয়। কিন্তু শনাক্তের হার এখনো ২০-এর ওপরে।