বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে আমন্ত্রণ জানাতে চান ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস অসাধারণ ভূমিকা পালন করেছেন। এই ভূমিকার জন্য ভবিষ্যতে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ কোনো বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেন উপাচার্য। উপাচার্য এ জন্য ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির সহযোগিতা চেয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন জং রানা। সাক্ষাতে উপাচার্য তাঁর কাছে ওই সহযোগিতা চান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকও অসাধারণ ভূমিকা পালন করেছেন। এই ভূমিকার জন্য উপাচার্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ কোনো বিশেষ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর সদিচ্ছা জানান। এ ক্ষেত্রে তিনি ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির সহযোগিতা চান।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব গাইডলাইন অনুসরণ করে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বলেও উপাচার্য উল্লেখ করেন।