মাদারীপুরে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
মাদারীপুরে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৫৭। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হলো। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি–পিসিআর পদ্ধতিতে জেলায় ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১৪৪ জনের মধ্যে সর্বোচ্চ ৬৮ জন শনাক্ত হয়েছে সদরে। এ ছাড়া রাজৈরে ৪২, শিবচরে ১৯ ও কালকিনি উপজেলায় ১৫ জন শনাক্ত হয়েছে।
আজ সন্ধ্যায় জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজ করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এটা আরও বাড়তে পারে। সংক্রমণ রোধে আমরা কাজ করছি। কিন্তু আমরা যেভাবে কাজ করতে চাই, সেভাবে পারছি না। মানুষ এখনো সচেতন নয়। কোনোভাবেই সরকারি বিধিনিষেধ মানানো যাচ্ছে না। অকারণে ঘর থেকে বের হচ্ছে, প্রশাসন টহল দিয়ে চলে গেলেই আবার দোকানপাট খুলে বসছে। এ কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মানুষকে সচেতন করতে জনপ্রতিনিধিদের ভূমিকাও আমরা আশানুরূপ পাচ্ছি না। শিবচর ছাড়া বাকি তিনটি উপজেলায় জনপ্রতিনিধিদের সহযোগিতা আমরা পাচ্ছি না।’
সিভিল সার্জন আরও জানান, জেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাসদস্যরা কাজ করছেন। তবে জনগণ সচেতন না হলে কোনোভাবেই লকডাউনের সুফল পাওয়া যাবে না বলে মনে করেন তিনি। এদিকে জেলার করোনা হাসপাতালে আইসিইউ স্থাপনের জন্য ইতিমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই এটি চালু হবে বলে আশা করছেন তিনি।