ময়মনসিংহ মেডিকেলে ৭ মাসের শিশুসহ ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ মাস বয়সী শিশুসহ ১৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও এর উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই ১৬ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে ৭ জন, নেত্রকোনায় ৫ জন, শেরপুরে ৩ জন ও গাজীপুরে ১ জন আছেন। এর মধ্যে ৭ মাস বয়সী ওই শিশু করোনার পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০), নেত্রকোনা সদরের মিনতি রানী (৬৫) ও গাজীপুরের শ্রীপুরের জুলেখা (৭০)।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, বর্তমানে হাসপাতালে নতুন ৫২ জনসহ ৪২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। এ ছাড়া জেলার ৫ হাজার ৪০৬ জন করোনায় আক্রান্ত রোগী বাড়িতে আইসোলেশনে আছেন।

এদিকে জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৫৬। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৭৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ২১৩ জন।