default-image

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁর করোনা শনাক্ত হয়। এর আগে দুপুরে তিনি করোনা পরীক্ষা করাতে নমুনা জমা দেন। তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। তিনি বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল নমুনা জমা দেন চেয়ারম্যান। তবে তাঁর কোনো ধরনের উপসর্গ নেই। এখন পর্যন্ত স্বাভাবিক আছেন।

বিজ্ঞাপন

২০১৯ সালের সেপ্টেম্বরে শুদ্ধি অভিযান শুরু হলে ব্যাপক বিতর্কিত হয়ে পড়ে যুবলীগ। ভাবমূর্তি উদ্ধার করতে ওই বছরের নভেম্বরে কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে যুবলীগের দায়িত্ব পান যুবলীগের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে শেখ ফজুলল হক মনির ছেলে শেখ ফজলে শামস।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন