default-image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কিষোয়ান-বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেবের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে এম এ মোতালেবের ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আবু তৈয়ব বলেন, গত সোমবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেবের জ্বর ও কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। সমস্যা বোধ করায় চট্টগ্রাম নগরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরের দিন মঙ্গলবার তাঁর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত বৃহস্পতিবার আবারও পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। গতকাল নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0