সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর করোনা শনাক্ত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর (৬২) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার পর বুধবার তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়।

আসাদুল হাবিব বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বিদ্যা বাগিশ মৌজার আমবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।  

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, কয়েক দিন থেকে আসাদুল হাবিব জ্বরসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে তিনি রংপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার রংপুর মেডিকেল কলেজের করোনা ইউনিট থেকে তাঁর নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে রাতেই তাঁকে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপি সূত্র জানায়, আসাদুল হাবিবের করোনামুক্তির জন্য বৃহস্পতিবার বিকেলে জেলার দলীয় কার্যালয়ে বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।