default-image

সিলেট বিভাগে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৫৮ জন।

বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮৫ জন মারা গেছেন। সুনামগঞ্জ জেলায় মারা গেছেন ২৭, হবিগঞ্জে ১৮ এবং মৌলভীবাজারে মারা গেছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৯১ জনের। এ নিয়ে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ২০ হাজার ৮৭৩।

আজ বেলা সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় ৬৮, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ১০ জন আছেন।

বিজ্ঞাপন

এ পর্যন্ত জেলাভিত্তিক শনাক্তের সংখ্যা সিলেটে ১৩ হাজার ৪২১, সুনামগঞ্জে ২ হাজার ৭৪১, হবিগঞ্জে ২ হাজার ৩৮২ ও মৌলভীবাজারে ২ হাজার ৩২৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫০ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১১১, সুনামগঞ্জে ১৬, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ১৩ জন। আজ সকাল আটটা পর্যন্ত বিভাগে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৯ হাজার ৫৫৫ জন।

এদিকে আজ সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ২১১ জন চিকিৎসাধীন ছিলেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করে করোনার সংক্রমণ রোধ করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন