default-image

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুণ হাবিব জানান, গতকাল রোববার শারীরিক অবস্থার অবনতি হলে আবু ওসমান চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষা করা হলে তাঁর করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

হারুণ হাবিব জানান, আবু ওসমান চৌধুরীর মেয়ে নাসিমা তারিক তাঁকে বিষয়টি জানিয়েছেন।

আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি। আবু ওসমান চৌধুরী দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

মন্তব্য পড়ুন 0