default-image

নীলফামারীর সৈয়দপুরে করোনাভাইরাসের সংক্রমণে শহরের গোলাহাটের হোমিও চিকিৎসক আমজাদ হোসেন (৬৫) মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মুন্সিপাড়ায়।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক সচেতনতা ও প্রশাসনের তৎপরতায় সৈয়দপুরে করোনাভাইরাসের প্রভাব তেমন পড়েনি। সৈয়দপুরে এ পর্যন্ত ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৩ জন ও মারা গেছেন ৬ জন।

বিজ্ঞাপন
মন্তব্য করুন