default-image

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

ডিজির করোনা আক্রান্তের বিষয়টি আজ শনিবার প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক মোহাম্মদ রোবেদ আমিন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক মিজানুর রহমান ও ডিজির ব্যক্তিগত সহকারীরও (পিএস) করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

রোবেদ আমিন বলেন, প্রথমে ডিজি স্যারের পিএস ও তাঁর পরিবারের সদস্যদের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার ডিজি খুরশীদ আলম ও এমআইএসের পরিচালক মিজানুর রহমানের করোনা শনাক্ত হয়। তাঁরা নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন