হুইপ আতিউর রহমানের করোনা শনাক্ত

হুইপ আতিউর রহমান
সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমানের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঢাকায় এমপি হোস্টেলের মেডিকেল সেন্টার থেকে প্রাপ্ত প্রতিবেদনের বরাত দিয়ে হুইপের মেয়ে ও শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন রহমান শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। হুইপ বর্তমানে এমপি হোস্টেলে অবস্থান করছেন।

হুইপের মেয়ে শারমিন রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বাবার জ্বর আছে। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই। চিকিৎসক বলেছেন, ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাঁকে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে এবং চিকিৎসা নিতে হবে। তিনি কোন হাসপাতালে চিকিৎসা নেবেন, সে বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শারমিন।
এদিকে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই একজন জনপ্রতিনিধি হিসেবে হুইপ আতিউর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন। হুইপের রোগ মুক্তির জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত।