১৯ দিন পর চট্টগ্রামে করোনায় মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

১৯ দিন পর সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাঁচজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিবেচনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪০ শতাংশ।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন নগরের। বাকি দুজন উপজেলা এলাকার বাসিন্দা।

মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

জেলার স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, করোনায় অনেক দিন পর চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু হলো।

সবশেষ ২৪ ঘণ্টার আগে গত ২৪ নভেম্বর চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৪৭১ জন। তাঁদের মধ্যে নগর এলাকার ৭৪ হাজার ১৪৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২৪ জন।

জেলায় করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৩৩২ জন। তাঁদের মধ্যে ৭২৩ জন নগরের, ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় সংক্রমিত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

জাতীয় পর্যায়ে দেশে করোনায় সংক্রমিত নতুন রোগী ও মৃত্যু বাড়তে দেখা যাচ্ছে। দেশে এক সপ্তাহের ব্যবধানে নতুন রোগী বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। আর মৃত্যু বেড়েছে ১৭ দশমিক ৪ শতাংশ।