default-image

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩০৫ জনের। আর সুস্থ হয়েছেন ৪১৭ জন।

আজ শনিবার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৫১। আর আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২। গতকাল শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৯।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ১৯০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন।

দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনায় আক্রান্তের হার ২৫ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন এটা কমের দিকে।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৩৬ হাজার ৬০৮টি। সেই হিসাবে মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৩৯।

গত ২৪ ঘণ্টায় যে আটজন মারা গেছেন, তাঁদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন