করোনাভাইরাস হটলাইন নম্বরে বাংলালিংক থেকে বিনা মূল্যে কল

করোনাভাইরাস হটলাইন নম্বরে বিনা মূল্যে কলের সুবিধা দেবে মোবাইল অপারেটর বাংলালিংক। করোনার কোনো উপসর্গ দেখা দিলে বা এ–সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইন নম্বরে (০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫) বাংলালিংক গ্রাহক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিনা মূল্যে কল করতে পারবেন।

বাংলালিংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০০টিরও বেশি দেশের মানুষ। করোনাভাইরাসের সম্ভাব্য প্রভাব বিবেচনা করে এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। সম্প্রতি বাংলাদেশে কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করেছে। সামাজিক দায়বদ্ধ করপোরেট প্রতিষ্ঠান হিসেবে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে বাংলালিংক।