অটোরিকশা আটক

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৫টি নিবন্ধনবিহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনের অভিযানে এসব অটোরিকশা আটক করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, নিবন্ধনবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।