মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে গতকাল সোমবার পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় তুষার ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান ও বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম বলেন, কারখানার মালিক রবিউল ইসলামের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।