আসামি গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া গ্রাম থেকে গত বুধবার রাতে দুই মাসের সাজাপ্রাপ্ত ছৈয়দ আহমদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মনিরুজ্জামানের ছেলে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, আদালত ছৈয়দ আহমদকে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি