একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তাঁর পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালিব হোসেন, তাঁর ছেলে ফয়সাল মিয়া ও বাবু মিয়া, ভাই আতাউর রহমান ও জসিম মিয়া।
সোনারগাঁ থানার ওসি রিজাউল হক জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।