কামরাঙ্গীরচর থেকে অজ্ঞান পার্টির একটি চক্রের প্রধান গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

সাধারণ মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটের অভিযোগে শামীম খান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব। তিনি একটি ‘অজ্ঞান পার্টি’র প্রধান বলেও র‌্যাব জানিয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

র‌্যাব বলেছে, রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় অজ্ঞান পার্টি চক্রের কয়েকজন সদস্য বাসযাত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে বিষ মেশানো খাবার ও অচেতন করার ওষুধ খাইয়ে দীর্ঘদিন ধরে তাদের সর্বস্ব লুট করছে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ তদন্ত করতে গিয়ে একটি চক্রের প্রধান শামীম খানের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাঁকে। তাঁর কাছ থেকে ১টি ক্যামেরা, ১টি কোমল পানীয়ের বোতল, ১১১টি চকলেট, ১টি মুঠোফোন ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৩–এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, শামীমসহ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বাসযাত্রী, পথচারী, রিকশা আরোহী এবং সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তাদের চেতনানাশক ওষুধ মেশানো জুস ও কোমল পানীয় পান করায়। পরে অজ্ঞান হলে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা।