কিশোরীকে ধর্ষণের অভিযোগে এপিবিএন সদস্য গ্রেপ্তার
রাজধানীর মতিঝিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম শিমুল আহমেদ। তিনি এপিবিএনে কনস্টেবল হিসেবে কর্মরত। তাঁর বাড়ি গাজীপুরে।
মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কলিমুল্লাহ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মতিঝিল থানার পুলিশ জানায়, শিমুলকে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।