গাছসহ ট্রাক জব্দ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজার এলাকা থেকে গত বুধবার দিবাগত রাত দুইটায় গর্জনগাছসহ একটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। তবে ওই সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়িটির চালকসহ অপর এক ব্যক্তি পালিয়ে গেছে। কোস্টগার্ড মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার রওনকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী বাজারে ব্যারিকেড দিয়ে ৫০টি গর্জনগাছের টুকরাসহ ট্রাকটি জব্দ করা হয়। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি