আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করার দায়ে তিনটি দোকানকে জরিমানা করা হয়। ২৩ সেপ্টেম্বর, ঢাকা
ছবি: সংগৃহীত

আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করার দায়ে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান ২ নম্বরে অভিযান চালিয়ে তিনটি ওষুধের দোকানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-৪–এর একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর গুলশান ২ নম্বরে তিনটি ওষুধের দোকান জান্নাত ফার্মা, ইউনাইটেড ফার্মা শাখা ১ ও ২-এ অভিযান চালায়। বেলা দুইটা পর্যন্ত অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করার দায়ে তিনটি দোকানকে যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় ভারত, অস্ট্রেলিয়া ও তুরস্কে তৈরি বিপুল পরিমাণ ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করা হয়।

অভিযানে অংশ নেওয়া র‍্যাব-৪–এর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম আজ রাতে প্রথম আলোকে বলেন, তিনটি ওষুধের দোকানের ব্যবস্থাপকদের কাছ থেকে জরিমানার মোট চার লাখ টাকা আদায় করা হয়। জব্দ করা বিদেশি ওষুধের দাম প্রায় পাঁচ লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ধ্বংস করা হয়।