চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সন কলকাতায় গ্রেপ্তার
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরনবী ম্যাক্সনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ডানলপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ।
পুলিশ বলছে, নুরনবীর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে নগরের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এ ছাড়া অস্ত্র মামলায় তাঁর ২১ বছরের কারাদণ্ড হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, নুরনবীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কীভাবে তাঁকে দেশে ফিরিয়ে আনা যায়, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
ওসি কামরুজ্জামান আরও বলেন, নিজেকে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে কলকাতায় বসবাস করে আসছেন নুরনবী। সেখানে তিনি নিজেকে তমাল চৌধুরী নামে পরিচয় দেন।