গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম উপল চাকমা। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত।
গ্রেপ্তার বাকি তিনজন হলেন—নান্টু দাশ, কামরুল ইসলাম ও গিয়াস উদ্দিন।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ কনস্টেবল উপল চাকমাকে তিন সহযোগীসহ আটক করে র্যাব। তাঁদের কাছ থেকে ৫ হাজার ২৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
চারজনের বিরুদ্ধে আজ শুক্রবার পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এই মামলার বাদী র্যাব–৭–এর ডিএডি মো. শহিদুল আলম।