উড়ালসড়কে পথচারীকে ছুরিকাঘাত করে ছিনতাই, চারজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতভর নগরের খুলশী ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাঁদের।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মোবারক হোসেন (২৬), মো. হারুন অর রশিদ ওরফে অরুণ (৫৮), মো. মহিউদ্দিন ওরফে শাকিল (৫২) ও মো. রিদোয়ান (২৭)। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানা সূত্রে জানা গেছে, রোববার ভোর সোয়া চারটার দিকে নগরের জিইসি মোড়ের বাটা গলি এলাকায় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের ওপর মো. সুমন (২৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ফেলে যান ছিনতাইকারীরা। এই সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরে খুলশী থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনায় সুমনের পরিবার মামলা করেছে।
ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, সুমন কাজ শেষে উড়ালসড়ক দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। সুমনের অবস্থা গুরুতর। তাঁকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।
গ্রেপ্তার হওয়া চারজন পেশাদার ছিনতাইকারী এবং তাঁদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।