চট্টগ্রামে নারীকে ধর্ষণের পর হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চট্টগ্রামের বিচারক জামিউল হায়দার এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নিখিল কুমার নাথ।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম জসিম উদ্দিন।

নিখিল কুমার নাথ প্রথম আলোকে জানান, মামলায় পাঁচ আসামির মধ্যে দুজন কারাগারে মারা যান। বাকি তিন আসামির মধ্যে একজন পলাতক। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তিন আসামির মধ্যে জসিমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামি খালাস পান। তাঁরা হলেন শরিফ খান ও আইয়ুব খান।

বাদীর আইনজীবী বিবেকানন্দ চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের ২৯ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় বাসার পাশের পাহাড়ে রান্নার জন্য কাঠ কাটতে যান শারমিন আক্তার নামের এক নারী। তিনি বাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হয়। ওই দিন রাতে পাহাড়ের পাশে তাঁর ক্ষত–বিক্ষত লাশ পাওয়া যায়। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, শারমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।

মামলার বাদী প্রথম আলোকে বলেন, রায়ে তাঁরা সন্তুষ্ট নন। এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।