চলন্ত মোটরসাইকেলে কুকুরকে বেঁধে নির্যাতন, ৪ কিশোর গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাতের আঁধারে মোটরসাইকেলের পেছনে একটি কুকুরকে দড়ি বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল দুই কিশোর। আরেকটি মোটরসাইকেল থেকে সেই দৃশ্য ভিডিও করা হচ্ছিল।

সদ্য অনুষ্ঠিত কোপা আমেরিকা ফাইনাল খেলায় ব্রাজিল ও নেইমারের পরাজয়কে ব্যঙ্গ করে এটা করা হচ্ছিল। এটি বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাবুনিয়ার ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১৩ জুলাই এক ব্যক্তি সেই ভিডিও বাংলাদেশ পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ উইংকে পাঠালে গতকাল সোমবার রাতে বাগেরহাট ও পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে চার কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী পরিদশর্ক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) মো. সোহেল রানা আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. মনিরুল ইসলামকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না।