চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

আদালতপ্রতীকী ছবি

সাক্ষী হাজির না হওয়ায় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। ২৪ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২–এর বিচারক জাকির হোসেন আজ রোববার এই আদেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাদিয়া আফরিন। তিনি প্রথম আলোকে বলেন, এ মামলায় আজ সাক্ষ্য গ্রহণের শুনানির দিন ছিল। সাক্ষী আসেননি। তাই আদালত সাক্ষ্য গ্রহণের শুনানির নতুন দিন ঠিক করেছেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় আজ আদালতে হাজিরা দিয়েছেন আসামি ফারুক আব্বাসী। অপর আসামি আদনান সিদ্দিকীর পক্ষ থেকে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে। আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছেন। এ ছাড়া কারাগারে থাকা আসামি তারিক সাঈদ মামুন ও হারুন অর রশীদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই, আশিক রায় চৌধুরী, সানজিদুল হাসান ইমন ও সেলিম খান।

এপিপি সাদিয়া আফরিন বলেন, পলাতক থাকায় আদালত আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অনেক পুরোনো এ মামলায় সাক্ষীদের আদালতে হাজির করার সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এ মামলায় ২০০১ সালের ৩০ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর আদনান সিদ্দিকী নামের এক আসামি ২০০৩ সালে হাইকোর্টে রিট করেন। তখন মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২–এ বিচারাধীন ছিল। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট রুল ডিসচার্জ (খারিজ) করেন ও ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে রায় দেন।