জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম সাজেদুর রহমান ওরফে সুমন (২৭)। তিনি জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদুর রহমান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়েছেন অভিযোগে জয়পুরহাট সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মতিন মামলা করেন। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে গতকাল মামলাটি করেন। পুলিশ রাতেই তাঁকে গ্রেপ্তার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজেদুরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।