ডাকাতি

মাগুরা সদর উপজেলার কাটাখালী বাজারে গত বুধবার গভীর রাতে ছয়টি দোকানে ডাকাতি হয়েছে। পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা বলেন, ফজরের নামাজের আগে একদল সশস্ত্র ডাকাত ওই বাজারে যায়। একপর্যায়ে ডাকাতেরা বাজারের ব্যবসায়ী ইকাম মেলেটারি, সোহাগ হোসেন, মো. রিকু, আবুল আজিজ, মো. জিল্লুর রহমান ও টুটুল হোসেনের দোকানে হানা দেয়। এরপর দোকানের ভেতরে থাকা ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ওই মালামাল ও টাকা লুট করে। ডাকাতেরা দোকানগুলো থেকে দুই লক্ষাধিক টাকা ও মালামাল লুট করে বলে ব্যবসায়ীরা দাবি করেন।