ডিবি ও র্যাব সেজে দিনদুপুরে ‘ডাকাতি করছিলেন’ তাঁরা
রাজধানী ও আশপাশের এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) ও র্যাব সেজে ‘ছিনতাই-ডাকাতি করা’ একটি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বলছে, বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া ও তুলতে যাওয়া ব্যক্তিদের নিশানা করত চক্রটি। কখনো র্যাব আবার গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাস্তা থেকে এই লোকদের মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার বাইরে নির্জন স্থানে গিয়ে মারধর করে তাঁদের সর্বস্ব কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিত।
ডিএমপির গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ওই চক্রের ৯ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই-ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস, প্রাইভেট কার, বিদেশি পিস্তল, ওয়্যারলেস সেট, এক জোড়া হাতকড়া ও ডিবির পোশাক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল্লাহ আল মামুন, ইমদাদুল শরীফ, খোকন মিয়া, মাসুদুর রহমান (তুহিন), মামুন সিকদার, কামাল হোসেন, ওয়াহিদুল ইসলাম, ফারুক ব্যাপারী ও মতিউর রহমান।
গোয়েন্দা সূত্র জানায়, ডিবি গুলশান বিভাগের কাছে খবর আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পোশাকে রাজধানীর মতিঝিল এলাকায় একটি চক্র ছিনতাই-ডাকাতির জন্য জড়ো হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে তাদের একাধিক দল মতিঝিলের বলাকা চত্বর, ইউনুস সেন্টারের আশপাশের একাধিক ব্যাংকের কাছাকাছি অবস্থান নেয়। ওই সময় মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে ইউনুস সেন্টারের কাছে শিকারের জন্য ওত পেতে থাকে চক্রটি। একপর্যায়ে গোয়েন্দা পুলিশ তাদের ধরতে গেলে চক্রের সদস্যরা গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত জনতার সহায়তায় তাঁদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
অভিযান তদারক কর্মকর্তা ডিবি গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে তুলে নিয়ে মাইক্রোবাসে করে সাভার-আশুলিয়া, বেড়িবাঁধ এলাকা, পূর্বাঞ্চল গ্রামীণ এক্সপ্রেস রাস্তা হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নিয়ে গিয়ে মারধর করে টাকা, ডেবিট-ক্রেডিট কার্ড কেড়ে নিয়ে টাকা তুলে নিচ্ছিল।
তিনি বলেন, গ্রেপ্তার চক্রের সদস্য মামুনের বাসা থেকে ‘ডিবি’ লেখা একটি জ্যাকেট এবং পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, দলবদ্ধ ধর্ষণ, অস্ত্র ও মাদক আইনে মামলা আছে।