default-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের যাত্রীছাউনি থেকে ১২ সপ্তাহ বয়সী একটি মানবভ্রূণ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। তবে কে বা কারা ভ্রূণটি ক্যাম্পাসে ফেলে গেছেন, সে বিষয়ে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল পর্যন্ত সুস্পষ্ট কিছু জানতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ভ্রূণটি পড়ে থাকতে দেখে একজন শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন করে জানান। প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

বিজ্ঞাপন
অপরাধ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন