না.গঞ্জে পিস্তল, গুলি, ইয়াবাসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডজনখানেক মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে কুট্টিকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-১১। পরে তাঁর দেওয়া তথ্যমতে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি পিস্তল ও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আজিবপুরে কোনাপাড়া রেললাইন এলাকা থেকে সোমবার দুপুরের দিকে মাদক ব্যবসায়ী কুট্টিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুট্টি জানান, সোনারগাঁয়ে নানাক্ষী এলাকায় তাঁর গোপন বাড়ি রয়েছে। সেখানে অবৈধ মাদক মজুত রয়েছে। তাঁকে নিয়ে রাত আনুমানিক ১১টার দিকে সেই গোপন বাড়িতে অভিযান চালিয়ে ২০০ ইয়াবা, গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুট্টি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ১৫ বছরের বেশি সময় ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।