পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ উপজেলার খাল বাটবিলা এলাকার পাকা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন খাল বাটবিলা এলাকার পাকা সড়কের পাশে বাঁশবাগানে পলিথিন মোড়ানো মরদেহটি দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ নবজাতকের মরদেহের পাশে পড়ে থাকা একটি শাড়ি, পেটিকোট ও ব্লাউজের অংশবিশেষ উদ্ধার করে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম এনামুল হক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অপরিপক্ব গর্ভপাত ঘটানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।