
সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৩২)। পুলিশ বলছে, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর শহরের মাদকপল্লিখ্যাত মাহমুদপুর রেলওয়ে কলোনি পূর্বপাড়া মহল্লায়।
ঘটনাস্থল থেকে একটি দেশিয় রিভলবার, ৪ রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত তিনজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, একটি মাদকের চালান এই রুট দিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে থানা-পুলিশের একটি দল মাহমুদপুর মাঠে অবস্থান নেয়। মধ্যরাতে পুলিশের দল গাড়ি নিয়ে চলাফেরা করার সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জাহাঙ্গীর নামের একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ বলেন, দেশজুড়ে মাদকবিরোধী অভিযান চললেও গোপনে অনেকেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। জাহাঙ্গীর একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সদরসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।