প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের দায়ে এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় রাশেদ তালুকদার নামের এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আসামি রাশেদ তালুকদারকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথির তথ্য অনুযায়ী, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে ২০১৬ সালের ২০ জুন টাঙ্গাইলের কালিহাতী থানায় রাশেদ তালুকদারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করে ওই বছরের ২০ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অভিযোগপত্র আমলে নিয়ে আদালত রাশেদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৭ জুলাই অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করেছেন আসামি রাশেদ তালুকদার। আদালত রাশেদের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেছেন আইনজীবী মাসুদুর রহমান খান।