মুঠোফোন কেড়ে নিয়ে যুবকের শ্বাসনালি কেটে দিল কিশোর গ্যাং

মুঠোফোন কেড়ে নিতে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবকের শ্বাসনালি কেটে দিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার রাতে এই গ্যাংয়ের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ বলছে, গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বোট ক্লাব–সংলগ্ন কনটেইনার টার্মিনাল উড়ালসড়কের ওপর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনের একজন মো. সাইফুল ইসলাম। পেশায় কাটিং ফ্যাক্টরির শ্রমিক তিনি। আর তিন কিশোরের কেউ হোটেলের বাবুর্চি আর কেউ বাসচালকের সহকারী।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী রবিউল আলম গ্রেপ্তার হওয়া আসামিদের পূর্বপরিচিত। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ব্যবহার করতে চেয়েছিল আসামিদের একজন। তিনি দিতে রাজি হননি।

পরে কৌশলে বাসা থেকে ডেকে এনে উড়ালসড়কে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে মুঠোফোনটি কেড়ে নেওয়া হয়। বিষয়টি কাউকে যাতে তিনি জানাতে না পারেন সে জন্য ছুরি দিয়ে তাঁর শ্বাসনালি কেটে ফেলা হয়।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রবিউল। ওই ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে দুজন সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।