যমুনায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের পাশে যমুনা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখা যায়। এলাকাবাসী পুলিশে খবর দিলে বেড়া মডেল থানা-পুলিশ দুপুর একটার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ‘লাশের হাত-পা বাঁধা থাকায় মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।’