রামপুরায় আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে মাদক আইস, ইয়াবা ও গাঁজাসহ সাকিবুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় সাকিবুর রহমানের বাসা থেকে ১০ গ্রাম আইস, ৫০টি ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সাকিব এক সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে চাকরি চলে যাওয়ার পর তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। পাশাপাশি তিনি নিজেও মাদকাসক্ত।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোক বলেন, ওই বাসায় আইস রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়। সাকিবের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, সাকিবের বাবা ঠিকাদারি ব্যবসা করেন। মা-বাবার সঙ্গে ওই বাসায় থাকেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কিছুদিন চাকরি করেছেন সাকিব। পরে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। সাকিবের সঙ্গে মাদক ব্যবসায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে।