র্যাব পরিচয়ে ২৩ লাখ টাকা ছিনতাই!
রাজধানীতে র্যাব পরিচয়ে কয়েকজন যুবক গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তিকে মাইক্রোবাসে উঠিয়ে প্রায় ২৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তসলিম উদ্দিন আহমেদ নামের এক পরিবহন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জে গ্রামের বাড়িতে তিনি একটি জমি বিক্রি করেছেন। জমির ক্রেতা প্রাথমিকভাবে গত বুধবার তাঁকে ২৩ লাখ ৩০ হাজার ৪০০ টাকার একটি চেক দেন। তিনি গতকাল দুপুরে ওই চেক ভাঙিয়ে টাকা তুলতে তাঁর ফুফাতো ভাই ইসকান্দর আলীকে মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকে পাঠান। টাকা নিয়ে আসার পথে ইসকান্দর ছিনতাইকারীদের কবলে পড়েন। তসলিমের বাসা লালমাটিয়ায়।
ইসকান্দর প্রথম আলোকে বলেন, ব্যাগে ওই টাকা নিয়ে তিনি হেঁটে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে গিয়ে রিকশা নেন। হঠাৎ একটি মাইক্রোবাস তাঁর রিকশার গতিরোধ করে। মাইক্রোবাসে থাকা ছয়-সাতজন যুবক নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাঁকে গাড়িতে উঠতে বলে। তাদের পরনে স্বাভাবিক পোশাক থাকলেও সঙ্গে ছিল ওয়াকিটকি ও হাতকড়া। একজনের কোমরে ছিল পিস্তল।
মাইক্রোবাসে ওঠার সঙ্গে সঙ্গে তাঁর চোখ বেঁধে ফেলা হয়। বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ, পকেটে থাকা আরও প্রায় দুই হাজার টাকা, মুঠোফোনের ব্যাটারি ও সিম ছিনিয়ে নেয়। পেছনে তাকালে গুলি করার ভয় দেখিয়ে চোখ খুলে তাঁকে এক জায়গায় নামিয়ে দেওয়া হয়। পেছনে না তাকানোয় তিনি ওই মাইক্রোবাসের নম্বর দেখতে পারেননি। আশপাশের লোকজনকে প্রশ্ন করে জানতে পারেন, ওই জায়গা মানিকদী। সেখানে একজনের মুঠোফোন থেকে তিনি ঘটনাটি স্বজনদের জানান।
তসলিম উদ্দিন বলেন, তাঁরা এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলেও পুলিশ তা না নিয়ে মামলা করতে বলে। কিন্তু ঝামেলা হবে আশঙ্কায় তাঁরা মামলা করতে চান না। তাই থানা থেকে চলে এসেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ‘এটি ধর্তব্য অপরাধ। তাই জিডি নয়, মামলা হবে। মামলা করতে বলা হলেও তাঁরা কোনো অভিযোগ দিচ্ছেন না। তবে মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই আমরা তদন্ত শুরু করেছি।’
ভুক্তভোগীর অভিযোগ র্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রুম্মন মাহমুদের নজরে আনলে তিনি এই প্রতিবেদকের কাছ থেকে ওই ব্যবসায়ীর মুঠোফোন নম্বর নেন। মেজর রুম্মন বলেন, তাঁরা ঘটনাটি খতিয়ে দেখছেন।